
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার কুমিল্লার দাউদকান্দিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলে ক্ষোভ প্রকাশ করে বিকেলে স্বেচ্ছাসেবক দল মহাসড়কে পাল্টা মিছিল আয়োজন করে যেখানে স্থানীয় শীর্ষ নেতারা অংশ নেন।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পাল্টা বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলী এলাকায় ছাত্রলীগ হঠাৎ মিছিল বের করে। এর প্রতিক্রিয়ায় বিকাল ৫টার দিকে স্বেচ্ছাসেবক দল জিংলাতলী ইউনিয়নের ছান্দ্রা গ্রাম থেকে মিছিল শুরু করে মহাসড়কের বানিয়াপাড়া এলাকায় গিয়ে শেষ করে।
এই যৌথ মিছিলের আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল ও দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন আনন্দ। এছাড়াও দাউদকান্দি উপজেলা আহ্বায়ক মহিউদ্দিন সরকার এবং সদস্য সচিব আলাউদ্দিন আহমেদ বক্তব্য দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন, স্থানীয় নেতা মাসুদ মেম্বার, বশির উল্লাহসহ অনেক কর্মী-সমর্থক।