
সাক্ষাৎকারের চাপে বিব্রত হয়ে নিরাপত্তার খোঁজে বাড়ি ছাড়লেন ভুক্তভোগী নারী ও তার পরিবার
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের শিকার এক নারী ও তার পরিবার বাড়ি ছেড়ে চলে গেছেন। মঙ্গলবার (১ জুলাই) সকাল থেকে তাদের বাড়িতে তালা ঝুলতে দেখা গেছে। তবে বাড়ির আশেপাশে লোকসমাগম ছিল চোখে পড়ার মতো।
পুলিশ জানিয়েছে, প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা ওই নারীর বাড়িতে ভিড় করছেন। এতে তিনি ও তার পরিবার বিব্রত হয়ে পড়েন এবং বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন।
গত ২৬ জুন রাতে বাহেরচর গ্রামে ফজর আলী নামের এক ব্যক্তির বিরুদ্ধে ওই নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। স্থানীয়রা ফজর আলীসহ দুইজনকে মারধর করে এবং তাদের বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় দুটি মামলা করেন। পুলিশ ফজর আলীসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে।
ঘটনার পর থেকে ভুক্তভোগী নারী ও তার পরিবার প্রতিদিন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের ভিড়ে বিব্রত হচ্ছেন। অনেকে নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভিডিওতে ভুক্তভোগীর চেহারা দেখিয়ে আরও সমস্যায় ফেলছেন। এসব কারণে তিনি বাড়ি থেকে সরে গেছেন। সোমবার তিনি পুলিশের কাছে সহায়তা চাইলে পুলিশ তাকে সহায়তা করে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে ভুক্তভোগী নারী বাড়ি থেকে বের হন। এরপর তার মা-বাবাসহ পরিবারের লোকজনও বেরিয়ে যান।
মঙ্গলবার ভুক্তভোগী নারীকে দেখতে তাদের বাড়ি যান বিএনপির ভাইস চেয়ারম্যান ও স্থানীয় সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তবে ওই নারীকে না পেয়ে আশপাশের মানুষের সঙ্গে কথা বলেন তিনি।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, শুনেছি নির্যাতিত ওই নারী তার আত্মীয়ের বাড়িতে গেছেন। এটি তার ব্যক্তিগত বিষয়।
অন্য পত্রিকার হেডলাইন:
প্রথম আলো: লোকজনের ভিড়, সাক্ষাৎকারের ‘চাপ’—বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী
বাংলা ট্রিবিউন: বাড়ি ছেড়ে চলে গেছেন ধর্ষণের শিকার সেই নারী
আমাদের সময়: মুরাদনগরের সেই নারী এবার ছাড়লেন বাড়ি
একুশে টেলিভিশন: বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নির্যাতিত নারী
দেশ টিভি: স্বপরিবারে বাড়ি ছাড়লেন ভুক্তভোগী নারী