
জি-৭ থেকে আরব বিশ্ব—সব দিক থেকেই ক্রমে একঘরে হয়ে পড়ছে ইরান। দুর্বল হচ্ছে তাদের প্রক্সি গোষ্ঠী, কূটনৈতিক বন্ধুরাও দেখাচ্ছে নিরবতা।
New Dhaka Times: Desk Report মূল প্রতিবেদন :
মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরান বর্তমানে এক অভূতপূর্ব কূটনৈতিক ও সামরিক একাকিত্বের মধ্যে পড়েছে। পশ্চিমা জোট, আরব বিশ্ব এমনকি ঘনিষ্ঠ মিত্র বলেও পরিচিত রাষ্ট্রগুলো ইরানের পক্ষে এগিয়ে আসছে না। সম্প্রতি জি-৭ সম্মেলন থেকে শুরু করে আঞ্চলিক নানা পর্যবেক্ষণে এমন চিত্রই উঠে এসেছে।
জি-৭ সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো একবাক্যে ইরানকে “সন্ত্রাসে পৃষ্ঠপোষক” হিসেবে আখ্যায়িত করেছে। তারা ইসরায়েলের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছে, ‘ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে’। এই অবস্থান ইরানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা।
আরব বিশ্বের দিক থেকেও আশানুরূপ সমর্থন আসছে না। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও ওমানের মতো দেশগুলো মুখে শান্তি ও সংযমের কথা বললেও ইরানের প্রতি দৃশ্যমান কোনো কার্যকর সমর্থন দেয়নি। বিশ্লেষক সানাম ভাকিল বলেন, “আরব উপসাগরীয় দেশগুলো নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, কিন্তু ইরানের সঙ্গে সরাসরি যুক্ত হতে চায় না।”
ইরানের প্রক্সি গোষ্ঠীগুলোর অবস্থা আরও জটিল। হিজবুল্লাহ, হামাস ও হুথিদের মতো গোষ্ঠীগুলো অনেকাংশেই সামরিকভাবে পিছু হটেছে। গাজার হামাস নেতারা এখন মারাত্মক চাপে, সিরিয়ায় ইরানের নিয়ন্ত্রণ কমছে, আর ইয়েমেনে হুথিদের উপরও চাপ বাড়ছে। এতে ইরানের বহুল আলোচিত ‘অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স’ নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়েছে।
সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গা হয়ে উঠেছে কূটনৈতিক মিত্রদের নীরবতা। রাশিয়া, চীন, এমনকি ভেনিজুয়েলা থেকেও প্রকাশ্য সমর্থন মেলেনি। ইরানের আশা ছিল, BRICS জোট হয়তো তাদের পক্ষ নেবে, কিন্তু বাস্তবে দেখা গেছে, তারা নীরব দর্শকের ভূমিকায়। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভাষায়, ইরান ‘হর্ষ আইসোলেশন’-এর শিকার।
এই সংকট আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনার কেন্দ্রে এসেছে। রয়টার্স, ফিনান্সিয়াল টাইমস ও নিউ আরাব-এর মতো সংবাদমাধ্যমের প্রতিবেদনে ইরানকে ‘বিচ্ছিন্ন’, ‘সহযোগীহীন’, এমনকি ‘কৌশলগতভাবে একাকী’ বলে বর্ণনা করা হয়েছে। এসব প্রতিবেদনে বলা হচ্ছে, “যেসব বন্ধু একসময় পাশে ছিল, এখন তারা নীরব কিংবা দুর্বল, ফলে ইরান কার্যত একা পড়ে গেছে।”
বাংলাদেশের পররাষ্ট্র বিশ্লেষকরাও বলছেন, ইরানের ওপর কূটনৈতিক চাপ বাড়ছে, যা দেশটির ভেতরে রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভার বাড়াতে পারে।
আন্তর্জাতিক সংবাদপত্র
- The Jerusalem Post
📰 Iran remains diplomatically isolated five days into Israeli strikes on Tehran - Dawn (Pakistan)
📰 Iran is doing what only Iran could - IFP News (Iran Front Page)
📰 Iran’s Leader: U.S. military intervention to bring irreparable damage
📰 Air Defense HQ: Over 60 Israeli UAVs, Missiles Destroyed by Iran - Pars Today (Iran)
📰 ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরাইল ও তার যুদ্ধ- মিত্রের কাছে ইরানের শক্তির বার্তা পাঠাচ্ছে: আইআরজিসি
বাংলাদেশি সংবাদপত্র
- আজকের পত্রিকা (Ajker Patrika)
📰 ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ইরান - প্রথম আলো (Prothom Alo)
📰 সরাসরি ইসরায়েল লক্ষ্য করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: রাষ্ট্রীয় টিভি - যুগান্তর (Jugantor)
📰 ইরানের তাবরিজ ও শিরাজ শহরে নতুন করে ইসরাইলের হামলা - বাংলাদেশ সংবাদ সংস্থা (BSS)
📰 ইসরাইল-ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে আগ্রহী পুতিন