
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন সম্প্রতি বাংলাদেশ ত্যাগ করেছেন। রোববার সকালে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দায়িত্বশীল সূত্র।
তাঁর বিদেশে যাওয়ার ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা জারি ছিল কি না, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে শেখ কবির হোসেনের বিরুদ্ধে বাংলাদেশে অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের বেশ কিছু অভিযোগ রয়েছে।
শেখ হাসিনার শাসনামলে আর্থিক খাতসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব বিস্তার করেছেন শেখ কবির হোসেন। আওয়ামী লীগের শাসনামলে তিনি অন্তত ২৩টি প্রতিষ্ঠানে উচ্চপদে দায়িত্ব পালন করেন।
২০১১ সাল থেকে টানা বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ কবির গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতির দায়িত্বও পালন করেছেন।