খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশে খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মাহফুজা আফরিন উপমা (বয়স ২৩) এর ঝুলন্ত মরদেহ তার নিজ বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

সোমবার, ৯ জুন, খুলনার লবণচরা থানাধীন জিন্নাপাড়া আমির হোসেন লেনের নিজ বাসা থেকে তার মরদেহ পাওয়া যায়। উপমা ছিলেন ঐ এলাকার বাসিন্দা মো. মাহবুবুর রহমানের কন্যা।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, রাত ১১টার দিকে উপমা রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙছে না দেখে পরিবারের সদস্যরা তাকে ডাকতে যান। দীর্ঘ সময় সাড়া না পেয়ে তারা জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে উপমার ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি নিচে নামিয়ে আনেন এবং প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান একটি গণমাধ্যমকে জানান, উপমা ছিলেন জেদী স্বভাবের। পরিবারের ধারণা, আত্মহত্যার প্রবণতা থাকার কারণে তারা ঘরে ফ্যান বসাননি। তবে ঘরের ছাদে ফ্যানের হুক থাকা অবস্থায় উপমা সেখানে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *