
ঢাকার জামায়াত নেতার সঙ্গে বাউফলে গণসংযোগে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের নেতা। ভিডিও ভাইরাল হলে স্থানীয় বিএনপির মধ্যে ক্ষোভ, কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় সকলে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদের সঙ্গে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেকের গণসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ তার নির্বাচনী এলাকা উত্তর বাউফলের ধুলিয়া সিকদারবাজার এলাকায় গণসংযোগ করছেন। তিনি কখনো মোটরসাইকেলযোগে, আবার কখনো পায়ে হেঁটে চলেছেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে করমর্দন ও আলিঙ্গন করছেন। তার পাশেই ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাঈম সিকদার তারেক।
এই ভিডিওটি জামায়াত নেতা মাসুদ নিজেই তার ফেসবুক আইডিতে পোস্ট করেন। তবে ভিডিওটি কখন ধারণ করা হয়েছে—সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ধুলিয়া ইউনিয়ন বিএনপির একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ একটি সংগঠনের সদস্য সচিব হিসেবে নাঈম সিকদার তারেকের এভাবে অন্য দলের কেন্দ্রীয় নেতার সঙ্গে গণসংযোগে অংশ নেওয়া অনুচিত। এতে দলের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। তবে এ বিষয়ে নাঈম সিকদার তারেকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে দুই মাস আগেও বিতর্কের জন্ম দেন নাঈম সিকদার তারেক। তখন তিনি শতাধিক কর্মী নিয়ে ধুলিয়া লঞ্চঘাটে ভোররাতে হাজির হন এবং ঢাকাগামী একটি দোতলা লঞ্চে বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে অভ্যর্থনা জানান। ভিপি নুর তখন নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। ওই সময় স্বেচ্ছাসেবক দল নেতা তারেক দাবি করেন, তিনি ওই লঞ্চে ছিলেন এবং সৌজন্য সাক্ষাৎ ছাড়া কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।
ঘটনা নিয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল জব্বার মৃধা বলেন, “আমি ভিডিওটি এখনো দেখিনি। তবে যদি ঘটনাটি সত্য হয়, তাহলে বিএনপির হাইকমান্ড প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”