
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে ১৩ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ন্যায়ভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে যুবকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারি ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে গোয়ালমারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই সমাবেশে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গোয়ালমারি ইউনিয়নের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিয়াজ উদ্দিন লেয়াকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।
এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জের ফতুল্লা দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাসির উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মোহাদ্দেস শরীফ মোঃ রোকন উদ্দিন, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি এডভোকেট মোখলেছুর রহমান, উপজেলা যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ ও গোয়ালমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আবু তাহের সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি কাউসার আলম, মারুকা ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইসমাইল হোসেন তালুকদার ও উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল আফিফ।
সমাবেশটি যৌথভাবে সঞ্চালনা করেন গোয়ালমারি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ও চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শাহআলম ফরাজি এবং ২নং ওয়ার্ড যুব বিভাগের সভাপতি ও মেম্বার প্রার্থী কামরুল হাসান।
বক্তারা বলেন, যুবসমাজের শক্তি ও সততা দেশের উন্নয়নের জন্য অপরিহার্য। নৈতিকতা ও আদর্শে গড়ে ওঠা তরুণরাই জাতিকে সঠিক পথে পরিচালিত করতে সক্ষম হবে। তারা আহ্বান জানান, ইসলামি জীবনব্যবস্থার আলোকে আগামীর বাংলাদেশ গড়তে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।