
মুন্সীগঞ্জের চূড়াইন গ্রামে গোলাপ জলে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা; এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনার।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
মুন্সীগঞ্জ সদর উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের চূড়াইন গ্রামে গোলাপ জলে গোসল করে রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আলী হোসেন মৃধা (৪৮)। শনিবার (২৮ জুন) দুপুরে নিজ বাড়ির উঠানে এলাকাবাসীর সামনে এ ব্যতিক্রমী সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি।
আলী হোসেন মৃধা বজ্রযোগিনী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে তিনি এক সময় ওই ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি চূড়াইন গ্রামের প্রয়াত আব্দুল খালেক মৃধার ছেলে এবং দীর্ঘদিন ধরে ডেকোরেটর ব্যবসার সঙ্গে জড়িত।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী হোসেন মৃধা বলেন, “আমি মূলত একজন ব্যবসায়ী। ২০১৬ সালে রাজনীতির সঙ্গে যুক্ত হই।
তখনই আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। পরবর্তীতে ওয়ার্ড সদস্য হিসেবেও কাজ করেছি।”
তিনি আরও বলেন, “গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতনের পর আমার ভিতরে একটা বোধোদয় হয়েছে। আমি বুঝতে পেরেছি রাজনীতি আমার জন্য নয়।
কেউ কেউ পালিয়ে গেলেও আমি গ্রামে থেকে গেছি। আমি কোনো দুর্নীতি বা অনিয়মে জড়িত ছিলাম না। আমি এখন থেকে রাজনীতি করবো না, আওয়ামী লীগও করবো না। ব্যবসা নিয়েই থাকতে চাই।”
অন্য পত্রিকার হেডলাইন:
কালের কণ্ঠ: “গোলাপ জলে গোসল করে দল ছাড়লেন আ. লীগ নেতা”
ঢাকা পোস্ট: “গোলাপ জলে গোসল করে আ.লীগের রাজনীতি ছাড়ার ঘোষণা”
এনটিভি অনলাইন: “গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগনেতা”
ইত্তেফাক: “গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আওয়ামী লীগ নেতা”
দেশ রূপান্তর: “মুন্সীগঞ্জে গোলাপ জলে গোসল করে রাজনীতি ছাড়লেন আ.লীগ নেতা”