গৌরীপুরে ফুটবল টুর্নামেন্টে ফাইনালে জয়ী হলো ফ্রেন্ডস সার্কেল একাদশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর আজিজিয়া মাঠে সোমবার বিকেল চারটায় অনুষ্ঠিত মিনি ভার ফুটবল ফাইনালে ট্রাইবেকারে দাউদকান্দি রাইজিং স্টারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় গৌরীপুর ফ্রেন্ডস সার্কেল একাদশ।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুরে হাট চান্দিনা যুব সমাজের আয়োজনে মিনি ভার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ছিলো জমজমাট প্রতিযোগিতা। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের আজিজিয়া মাঠে অনুষ্ঠিত এই খেলায় অংশ নেয় দাউদকান্দি রাইজিং স্টার ও গৌরীপুর বাজার ফ্রেন্ডস সার্কেল একাদশ।

পঞ্চাশ মিনিটের নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় ম্যাচ শেষ হয় গোলশূন্য ড্রয়ে। এরপর ট্রাইবেকারে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে থেকে গৌরীপুর বাজার ফ্রেন্ডস সার্কেল একাদশ শিরোপা জয় করে নেয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। তিনি উল্লেখ করেন, সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ প্রজন্ম গঠনে খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসেম মডার্ন হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. মাসুদ, যমুনা ট্রেডার্সের স্বত্বাধিকারী নাজমুল হাসান সোহেল, দাউদকান্দি উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল্লাহ আল আফিফ, ব্যবসায়ী নুরুল হক ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কালাম। এছাড়াও অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি শাকিল আহমেদ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও একটি টেলিভিশন তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *