গৌরীপুর বাজারে যানজট নিরসনে দাউদকান্দি প্রশাসনের উচ্ছেদ অভিযান

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারে দীর্ঘদিনের যানজট দূর করতে ২৭ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফুটপাত দখলমুক্তকরণ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যা সমাধানে অবশেষে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার ২৭ আগস্ট সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন আক্তারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখলমুক্ত করে ব্যবসায়ীদের অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) রেদোয়ান ইসলাম উপস্থিত থেকে সহযোগিতা করেন। অভিযানে সহায়তা প্রদান করে ধান সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থা।

অভিযান শুরু করার আগে ইউএনও নাসরিন আক্তার গৌরীপুর খিড়াই খাল উদ্ধার কার্যক্রম ঘুরে দেখেন।

এ অভিযানে আরও যোগ দেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মনিরুজ্জামান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম চেয়ারম্যান, দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, তিতাস উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার, ধান সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া, গৌরীপুর ইউনিয়ন বিএনপি সভাপতি আখতারুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক ইসমাইল সওদাগর, কুমিল্লা উত্তর জেলা জাসাস সদস্য সচিব এসএম মিজান, উত্তর জেলা ছাত্রদল আহ্বায়ক আসিফ কবীর, দাউদকান্দি উপজেলা ছাত্রদল আহ্বায়ক আব্দুল বাসেদসহ ব্যবসায়ী সমিতি, ইজারাদার, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

স্থানীয় বাসিন্দারা জানান, গৌরীপুর বাজারের যানজট বহুদিন ধরে আলোচিত হলেও স্থায়ী সমাধান মেলেনি। প্রশাসন মাঝে মাঝে দখলমুক্ত অভিযান চালালেও কিছু দিনের মধ্যেই আবারও ফুটপাত ও রাস্তা দখল হয়ে যায়, ফলে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়।

তারা আরও বলেন, অটোরিকশা ও সিএনজি স্ট্যান্ডের অব্যবস্থাপনা, প্রভাবশালীদের তত্ত্বাবধানে ক্ষুদ্র ব্যবসায়ীদের ফের দখল, এবং অতিরিক্ত বাস চলাচলের কারণে পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হচ্ছে। বিশেষ করে একতা পরিবহন, রূপালী পরিবহন ও ঢাকা-হোমনা পরিবহনের বাস বেড়ে যাওয়ায় সমস্যা আরও তীব্র আকার ধারণ করছে।

স্থানীয়রা মনে করেন, কেবল অভিযানের মাধ্যমে নয়, দীর্ঘমেয়াদী অবকাঠামোগত পদক্ষেপ গ্রহণ ছাড়া এ বাজারকে যানজটমুক্ত করা সম্ভব নয়। তাদের মতে, ভুলিরপাড় ব্রিজ থেকে জিয়ারকান্দি ব্রিজ পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণই এই সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *