
বাংলাদেশের চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেয় দ্বিতীয় স্ত্রী কল্পনা বেগম, পরে তৃতীয় স্ত্রী ফারজানা ক্ষতিগ্রস্ত স্বামীকে উদ্ধার ও হাসপাতালে নিয়ে যান।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় এক নারীর বিরুদ্ধে তার স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
সোমবার (২৩ জুন) দিবাগত রাতে উপজেলার গজরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত নারী কল্পনা বেগম (২৫) ও তার বাবা বাবর আলী পলাতক রয়েছেন।
ভুক্তভোগী মো. উজ্জ্বল (৩৫) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার চওড়াপাড়া গ্রামের শামসুজ্জামানের ছেলে। অভিযুক্ত কল্পনা বেগম ভুক্তভোগী উজ্জ্বলের দ্বিতীয় স্ত্রী।
জানা যায়, এক বছর আগে বিয়ে করেন উজ্জ্বল ও কল্পনা। বিয়ের পর থেকেই তারা নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় বসবাস করতেন। কিছুদিন আগে কল্পনা তাকে নিয়ে বাবার বাড়ি কৃষ্ণপুরে আসে। এরপর থেকে সেখানে থাকতেন তারা।
এদিকে, সোমবার রাতে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেন কল্পনা। ওই সময় উজ্জ্বলের চিৎকারে আশেপাশের লোকজন এসে দেখে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে স্থানীয়রা ভুক্তভোগীর তৃতীয় স্ত্রী ফারজানাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে রাতেই ফারজানা ঘটনাস্থলে পৌঁছে উজ্জ্বলকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢামেকে (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) রেফার করেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ওসি মো. রবিউল হক জানান, এটি অত্যন্ত মর্মান্তিক ও স্পর্শকাতর ঘটনা। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
অন্য পত্রিকার হেডলাইন
ইত্তেফাক: “স্বামীর গোপনাঙ্গ কেটে পালালো দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী”
যুগান্তর: “দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ কাটার অভিযোগ, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী”
Chandpur Times: “মতলবে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিলেন দ্বিতীয় স্ত্রী”
The Daily Ittefaq: “স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন দ্বিতীয় স্ত্রী, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী”
RisingBD: “তৃতীয় বিয়ে করায় যুবকের গোপনাঙ্গ কাটলেন দ্বিতীয় স্ত্রী”
Nagorik TV: “চাঁদপুরে ৩ বিয়ে করায় স্বামীর গোপনাঙ্গ কাটলেন ২য় স্ত্রী”
Dhaka Times: “চাঁদপুরে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী”
Desh Rupantor: “ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন দ্বিতীয় স্ত্রী”
Jugantor: “দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গোপনাঙ্গ কাটার অভিযোগ, হাসপাতালে নিলেন তৃতীয় স্ত্রী”