
চট্টগ্রামের পটিয়ায় ইউনিয়ন পরিষদের সদস্য ও দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা শামসেদ হিরুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি ঘিরে স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য শামসেদ হিরুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে রশিদাবাদ গ্রামে নিজ বাড়ির পাশের একটি কাচারি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তিনি দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় সদস্য ছিলেন এবং ওই এলাকার মো. শুক্কুর মেম্বারের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পটিয়া থানায় দায়ের করা একটি মামলার কারণে শামসেদ নিজ বাড়িতে বসবাস করতেন না। তিনি পাশের একটি কাচারি ঘরে থাকতেন। ঘটনার দিন সকালে তার স্ত্রী তাকে ডাকতে গেলে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে সেটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।