চট্টগ্রামে ১৩ বছরের ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বাংলাদেশের চট্টগ্রামে হিফজ বিভাগের এক শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক ওমর ফারুককে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ, তদন্ত করছে প্রশাসন।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

চট্টগ্রামে হিফজ বিভাগের এক ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক ওমর ফারুক (৩২)-কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

রোববার রাতে চট্টগ্রাম মহানগরের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ জুলাই) এ বিষয়ে নিশ্চিত করেন চট্টগ্রাম বন্দর থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ।

পুলিশ জানায়, ভুক্তভোগী ছাত্রের বয়স ১৩ বছর। সে একটি মাদ্রাসার হিফজ বিভাগে পড়ালেখা করে।

অভিযুক্ত ওমর ফারুক একই মাদ্রাসায় শিক্ষকতা করেন। তার বিরুদ্ধে ওই ছাত্রকে একাধিকবার ধর্ষণ করার অভিযোগ রয়েছে।

সবশেষ ২৪ জুলাই ওই শিক্ষার্থী আসনের শিকার হয়েছে বলে অভিযোগ করে ছাত্রের বাবা রোববার থানায় মামলা করেন।

এসআই ফরিদ আহমেদ মামলাটি তদন্ত করছেন। তিনি বলেন, “মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ওমর ফারুক-কে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিম কিশোরের ডাক্তারি পরীক্ষা এবং জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *