
নিজস্ব প্রতিবেদক | নিউ ঢাকা টাইমস
চাঁদপুরের কচুয়া উপজেলায় নিখোঁজ মাদ্রাসাছাত্র ছেলেকে খুঁজতে গিয়ে ভয়াবহ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। পুলিশ এই ঘটনায় অভিযুক্ত দুই যুবককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতদের নাম মো. সুমন (৩১) এবং মো. মহসিন (২৮)। দু’জনেই কচুয়ার গোহট উত্তর ইউনিয়নের হাড়িচাইল মুন্সিবাড়ির বাসিন্দা। সুমন মৃত বাবুল মিয়ার ছেলে এবং মহসিন আব্দুল হালিমের পুত্র।
থানা সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় ওই গৃহবধূ তার ১০ বছর বয়সী ছেলেকে খুঁজতে বের হন, যিনি মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছিলেন। তখন অভিযুক্তরা তাকে জানায় যে তার ছেলে পরিত্যক্ত একটি ঘরে রয়েছে। গৃহবধূ সেখানে গেলে ওই দুই ব্যক্তি তাকে ধর্ষণ করে।
ঘটনার পর সামাজিক অপমানের আশঙ্কায় তিনি বিষয়টি চেপে যান। কিন্তু পরে ঘটনা জানাজানি হলে পরিবারের সদস্যদের পরামর্শে তিনি ৩০ এপ্রিল কচুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে পুলিশ বৃহস্পতিবার ভোরে রহিমানগর এলাকা থেকে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করে এবং তাদেরকে আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম জানান, গৃহবধূর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে।
এদিকে নিখোঁজ শিশু পরে মাদ্রাসা এলাকায় পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন ওই গৃহবধূ।