
চীনের ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং সোমবার ব্যক্তিগতভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সফরের আমন্ত্রণ জানান।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সরকারের সফরের আমন্ত্রণ জানানো হয়েছে, এমন তথ্য নিশ্চিত করেছেন দলের একজন সিনিয়র নেতা।
আজ সোমবার, চীন সফরে গিয়ে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস’ স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং আনুষ্ঠানিক এই আমন্ত্রণ জানান।
বৈঠক থেকে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জানিয়েছেন, “চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে চীন সফরে আমন্ত্রণ জানানো হয়েছে।”
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল বিকেল ৪টা থেকে দেড় ঘণ্টা বেইজিংয়ের ‘গ্রেট হল’–এ চীনা নেতাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে ছিলেন সিসিপির পলিট ব্যুরোর সদস্য ও ন্যাশনাল পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান লি হংঝং।
🗞️ অন্যান্য পত্রিকার হেডলাইন:
The Daily Star: “Tarique invited to visit China”
Observer BD: “CPC invites Tarique to visit China”
The Mirror Asia: “CPC invites Tarique Rahman to visit China”