
গত ২১ জুন ভোরে বাংলাদেশের চুয়াডাঙ্গায় সেনা ও পুলিশের যৌথ অভিযানে যুবদল নেতা মিলন আলী লিমনকে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ চুয়াডাঙ্গা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন আলী লিমন (৪০) নেতৃত্বাধীন এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
অভিযানটি গত শনিবার ভোর ৫টা নাগাদ সম্পন্ন হয়। ক্যাপ্টেন সৌমিক আহমেদ অয়নের (৩৬ এডি) নেতৃত্বে পুলিশ ও সেনা যৌথভাবে ঝিনাইদহ বাস স্ট্যান্ডপাড়ার এতিমখানা রোডস্থ লিমন আলীর বাসভবনে অভিযান চালায়।
পর্যবেক্ষণে বাড়ির বিভিন্ন স্থান থেকে একটি বিদেশি ৯ মিমি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড অ্যামুলিশন, চারটি দেশীয় চাপাতি, একটি চাইনিজ ছুরি, একটি রামদা ও পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পাচারের অভিযোগে অস্ত্র আইনে মামলা করে ভোর সাড়ে ৫টার দিকে তাকে চুয়াডাঙ্গা সদর থানা হস্তান্তর করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লিমনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
অন্যান্য পত্রিকার শিরোনাম:
“চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার” – যায়যায়দিন
“চুয়াডাঙ্গায় অস্ত্রসহ যুবদল নেতা গ্রেপ্তার” – বিডি২৪লাইভ
“চুয়াডাঙ্গায় পিস্তলসহ যুবদল নেতা গ্রেফতার” – ঢাকা মেইল
“চুয়াডাঙ্গায় বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেপ্তার” – সোনালী নিউজ