ছয় মাসে নারী নির্যাতনের শিকার ১,৫৫৫ জন, ধর্ষণের শিকার ৪৮১ জন, নিহত ৩২০

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত বাংলাদেশে নারী ও শিশুর ওপর সহিংসতার চিত্র ভয়াবহ। মহিলা পরিষদের প্রতিবেদনে উঠে এসেছে ধর্ষণ, হত্যা ও আত্মহত্যার তথ্য।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে বাংলাদেশে ৭৩৬ জন কন্যাশিশুসহ মোট ১,৫৫৫ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। বাংলাদেশ মহিলা পরিষদের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৩৪৫ জন শিশুসহ মোট ৪৮১ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন। এর মধ্যে ৬২ জন শিশুসহ ১০৬ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এবং ১০ জন শিশুসহ ১৭ জন নারীকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। গত ৬ মাসে যৌন নিপীড়নের শিকার হয়েছেন ৩৫ জন শিশুসহ ৫১ জন নারী। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ২৫ জন শিশুসহ ৩৪ জন নারী। নারী হত্যা হয়েছে ৩২০টি ঘটনায়, যার মধ্যে ৬১ জনই শিশু।

এই প্রতিবেদন মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকার সংবাদ বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে। ১ জুলাই গণমাধ্যমে এটি পাঠানো হয়।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, শুধু জুন মাসেই ৮৭ জন কন্যাশিশু ও ১১৬ জন নারী—মোট ২০৩ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ৪৩ জন শিশুসহ ৬৫ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৫ জন শিশুসহ ৮ জন নারী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জন শিশুসহ ৩ জন নারীকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ৭ জন শিশুকে।

জুন মাসে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন নারী। এছাড়া বিভিন্ন কারণে ১৩ জন শিশুসহ ৬৮ জন নারী নিহত হয়েছেন। রহস্যজনক মৃত্যু ঘটেছে ২ জন শিশুসহ ১১ জন নারীর। এসিডদগ্ধ হয়েছেন ১ জন, অগ্নিদগ্ধ হয়েছেন ৩ জন নারী, যার মধ্যে ২ জন মারা গেছেন।

এছাড়া জুন মাসে যৌতুকের কারণে ১ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় ৬ জন নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। আত্মহত্যা করেছেন ৬ জন শিশুসহ ২২ জন নারী। অপহরণ হয়েছেন ২ জন শিশু। সাইবার অপরাধের শিকার হয়েছেন ১ জন নারী। ঘটেছে ২টি বাল্যবিবাহের ঘটনা। ভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৭ জন শিশুসহ ৯ জন নারী।


অন্য পত্রিকার হেডলাইন:

দৈনিক সংগ্রাম: ছয় মাসে নির্যাতনের শিকার ১৫৫৫ নারী ও শিশু

নিউজবাংলা: নারী নির্যাতনের ৬ মাসের চিত্র: ধর্ষণ ৪৮১, হত্যা ৩২০

প্রথম আলো: নারীর ওপর সহিংসতা: ৬ মাসে ধর্ষণের শিকার ৪৮১ জন, খুন ৩২০ জন
‎যুগান্তর: ছয় মাসে ৪৮১ নারী ধর্ষণের শিকার, খুন ৩২০
‎বাংলা ট্রিবিউন: ছয় মাসে ধর্ষণের শিকার ৪৮১ নারী, খুন ৩২০
‎বাংলাদেশ জার্নাল: ৬ মাসে নারী ও শিশুর প্রতি সহিংসতা, ভয়াবহ চিত্র তুলে ধরলো মহিলা পরিষদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *