ছাত্রলীগের এক কর্মীকে নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রামের ছাত্রদল নেতা একরাম চৌধুরী ছাত্রলীগ কর্মীকে সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারতে অংশ নিয়ে বিতর্কের জন্ম দেন, কেন্দ্রীয় নেতাদেরও ফুলেল শুভেচ্ছা জানান।


নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বালু ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অডিও ফাঁস হওয়ার পর এবার নতুন করে বিতর্কে জড়ালেন চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী। এবার তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন। তাকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ফুলেল শুভেচ্ছা দিয়েছেন।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হলে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মুহাম্মদ নাজিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার অধীন ফটিকছড়ি ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে ছাত্রলীগের কর্মকাণ্ডে সম্পৃক্ত ছেলেদের নিয়ে দলীয় অনুষ্ঠানে উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই কাজটি সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের শামিল।

তাই সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা পাঁচ দিনের মধ্যে ব্যাখ্যা দানের নির্দেশ দেওয়া হলো।

সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে গেলে পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক একরাম চৌধুরী কয়েকজনকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে যোগ দেন। এ সময় ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বাসিন্দা ও ছাত্রলীগের কর্মী মো. রায়হানকে তার সঙ্গে করে নিয়ে যান।

মাজার জিয়ারতের পর তারা কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককেও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ছবিগুলো একরাম চৌধুরী তার ফেসবুকে দিলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের মধ্যে সমালোচনার ঝড় ওঠে। বিষয়টি জেলা ছাত্রদলের নজরে আসার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

তবে একরাম চৌধুরী তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে রাজনৈতিকভাবে হেয় করতে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে।

এর আগে গত ১৪ এপ্রিল বালুর গাড়ি থেকে চাঁদা দাবির অভিযোগে একরাম চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল। ওই সময় বালু পরিবহনে চাঁদা দাবির একটি অডিও ভাইরাল হয়।


অন্যান্য পত্রিকার হেডলাইন:

খবরের কাগজ: “ছাত্রলীগ কর্মীকে নিয়ে জিয়ার মাজারে ছাত্রদল নেতা, কারণ দর্শানোর নোটিশ”

ঢাকা টাইমস: “নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীকে নিয়ে জিয়ার মাজারে ছাত্রদল নেতা, কারণ দর্শানোর নোটিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *