
হেফাজতে ইসলাম বাংলাদেশ জানিয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রতিরোধকে ‘মব’ বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র; ফ্যাসিবাদ নির্মূল না হওয়া পর্যন্ত গণপ্রতিরোধ চলবে।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
হেফাজতে ইসলাম বাংলাদেশ জানিয়েছে, চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দোসরদের বিরুদ্ধে ছাত্র-জনতার ক্ষোভ ও গণপ্রতিরোধকে ‘মব’ (উচ্ছৃঙ্খল জনতার সংঘবদ্ধ আক্রমণ) বলার মধ্যে ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রয়েছে। সংগঠনটি জানিয়েছে, ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত দেশজুড়ে ছাত্র-জনতার গণপ্রতিরোধ অব্যাহত থাকবে।
শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম এই ঘোষণা দেয়। বিবৃতিটি পাঠিয়েছেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক।
মাওলানা আজিজুল হক বলেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদ নির্মূল করার দায়িত্ব নিলেও শেখ হাসিনার দোসরদের অনেকে এখনো গ্রেপ্তার হয়নি। সরকারের ব্যর্থতা থাকলেও জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা চুপ করে বসে নেই। সরকার ও প্রশাসন যেখানে ব্যর্থ, সেখানেই ছাত্র-জনতা এগিয়ে আসবেন।
তিনি আরও বলেন, গণ-অভ্যুত্থান সফল হলেও জুলাই বিপ্লব এখনো অধরা। ভবিষ্যতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, তাদের জন্যও জুলাইয়ের ছাত্র-জনতা অশনিসংকেত। তাই জুলাইয়ের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার বিরুদ্ধে ষড়যন্ত্র আরও বিস্তৃত হচ্ছে।
বিবৃতিতে বলা হয়, এই ষড়যন্ত্র ঠেকাতে ছাত্র-জনতাকে সব বিভেদ-বিভক্তি এড়িয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। জুলাই বিপ্লব বাস্তবায়নসহ সারা দেশে ফ্যাসিবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত গণপ্রতিরোধ জারি থাকবে।
অন্য পত্রিকার হেডলাইন:
প্রথম আলো: “ছাত্র-জনতার ক্ষোভকে ‘মব’ বলা ফ্যাসিস্টদের ষড়যন্ত্র: হেফাজতে ইসলাম”
BD24Report: “গণপ্রতিরোধকে মব বলা ফ্যাসিস্ট ষড়যন্ত্র’ — হেফাজতে ইসলাম”
সংবাদ: “ছাত্র-জনতার গণপ্রতিরোধকে ‘মব’ বলা ফ্যাসিস্ট ষড়যন্ত্র: হেফাজত”