ছেলের হাতে হাতকড়া দেখে বাবার হার্ট অ্যাটাকে মৃত্যু, মামলা নেই—তবুও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার, দাবি পরিবারের।

ছেলের গ্রেফতারের দৃশ্য দেখে বাবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুর ঘটনায় ফেনীতে শোকের ছায়া। বাংলাদেশে এমন মর্মান্তিক ঘটনায় পরিবার দাবি করছে—কোনো মামলা ছাড়াই তাদের সন্তানকে গ্রেফতার করা হয়।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

ফেনী মডেল থানা চত্বরে ছেলের হাতে হাতকড়া লাগানো অবস্থায় দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে এক বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। এই দুঃখজনক ঘটনা ঘটেছে বুধবার (২ জুলাই) রাতে। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মৃত ব্যক্তির নাম আলী আকবর। তিনি ফেনী সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার ছেলে আলী হোসেন ফাহাদ স্থানীয় শর্শদী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করতেন।

পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আলী হোসেন ফাহাদকে (২০) বুধবার সন্ধ্যায় শর্শদী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। বিষয়টি জানতে পেরে বাবা আলী আকবর ছেলেকে দেখতে থানায় যান। সেখানে ছেলের হাতে হাতকড়া লাগানো দেখতে পেয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আলী আকবরের ভাগিনা মো. আলা উদ্দিন জানান, মামা থানায় পৌঁছে ছেলেকে হাতকড়াসহ দেখে মাটিতে লুটিয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তিনি আরও বলেন, আলী আকবর সদর উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি ছিলেন। তিনি ছেলের এই গ্রেফতার মেনে নিতে পারেননি, কারণ ছেলের নামে কোনো মামলা ছিল না।

ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. শাহনেওয়াজ মামুন বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।

এ বিষয়ে পরিবারের দাবি, ফাহাদের বিরুদ্ধে কোনো মামলা ছিল না, তবুও তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে তারা ফাহাদকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেন।

ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ সামসুজ্জামান বলেন, অভিযোগের ভিত্তিতে ফাহাদকে আটক করা হয়েছে। তবে বাবার মৃত্যুর পর মানবিক বিবেচনায় আত্মীয়-স্বজনদের জিম্মায় তার জামিন দেওয়া হয়েছে।


অন্য পত্রিকার হেডলাইন:

ছেলের হাতে হাতকড়া দেখে বাবার মৃত্যু, দাবি পরিবারের — যুগান্তর

ছেলের হাতে হাতকড়া দেখে বাবার মৃত্যু, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার — প্রথম আলো

ছেলের হাতে হাতকড়া দেখে বাবার মৃত্যু, গ্রেপ্তার ছাত্রলীগ নেতা — কালের কণ্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *