জমি দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

কালারবাজারে দোকান নির্মাণ ঘিরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুর, উত্তেজনা ছড়ায় পুরো এলাকায়

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (ওয়াপদা) জমি দখলকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কালারবাজারে এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, উত্তরভাগ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সৈয়দ আজাদুর রহমান আজাদ এবং সাবেক ইউপি সদস্য ও যুবদল নেতা মজনুর রহমানের মধ্যে বাজারের দোকান ঘর নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার দিন সকালেই আজাদ গ্রুপ ওই দোকান ঘর ভাঙতে গেলে মজনু মেম্বার গ্রুপের লোকজন বাধা দেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর মজনু গ্রুপ পিছু হটলে, আজাদ গ্রুপ টিনসেড দোকান ভাঙচুর করে। এতে কয়েকজন আহত হন।

মজনুর রহমান অভিযোগ করে বলেন, “ওয়াপদার জমিতে ঘর নির্মাণ করেছি। আজাদ মিথ্যা দাবি করছে এটি তার বন্দোবস্ত নেয়া জমি, কিন্তু কোনো বৈধ কাগজ নেই। পানি উন্নয়ন বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে—এই জমি ব্যবহার করা যাবে না।”

অন্যদিকে সৈয়দ আজাদুর রহমান জানান, “এখানে আমার পৈত্রিক সম্পত্তি রয়েছে এবং তার সামনের ওয়াপদার জমি নিয়ম অনুযায়ী আমি ভোগ করে আসছি। আমি কারাগারে থাকার সুযোগে মজনুর রহমান ও তার লোকজন অবৈধভাবে দোকান নির্মাণ করেছে।”

রাজনগর থানার ওসি মো. মোর্শেদুল আলম খান বলেন, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়। পুলিশের আগেই সংঘর্ষ থেমে যায়। সংঘর্ষে ইট-পাটকেলের আঘাতে কয়েকজন আহত হয়েছেন।”

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন অলিদ বলেন, “ঘটনার বিষয়ে এখনও আমরা আনুষ্ঠানিক কোনো তথ্য পাইনি।”


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র।
– কালের কণ্ঠ: “রাজনগরে ওয়াপদার জমি নিয়ে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ”
– যুগান্তর: “দলীয় কোন্দলে উত্তপ্ত কালারবাজার, আহত বেশ কয়েকজন”
– মানবজমিন: “মৌলভীবাজারে যুবদলের দ্বন্দ্বে দোকান ভাঙচুর”
– ডেইলি ইনকিলাব: “ওয়াপদার জমি দখল নিয়ে রক্তাক্ত সংঘর্ষ”
– ভোরের কাগজ: “দলীয় জমি বিরোধে উত্তপ্ত রাজনগর”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *