জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করলেন নীলা ইস্রাফিল

নারী নিপীড়নের বিচার না হওয়া এবং অপরাধীর পক্ষ নেওয়ার অভিযোগ তুলে আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল ফেসবুকে পোস্ট দিয়ে এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আলোচিত নেত্রী নীলা ইস্রাফিল দল থেকে পদত্যাগ করেছেন।

সোমবার (২৮ জুলাই) নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

নীলা লিখেছেন, “আমি নৈতিকতার পথে চলা বেছে নিয়েছি, দুর্বৃত্ত রাজনীতি নয়।”

তিনি আরও লেখেন, “এনসিপি (NCP) একটি রাজনৈতিক দল, যেখানে অপরাধীদের বিচার হয় না। যেখানে একজন নারীকে হেনস্তা করার পরেও অপরাধীর পক্ষ নেয়া হয়, সেই জায়গায় আমি এক মুহূর্তও থাকতে পারি না।”

আলোচিত এই নেত্রী আরও লিখেছেন, “যে ব্যক্তি একজন নারীকে অপমান, নিপীড়ন ও সামাজিকভাবে ধ্বংস করার চেষ্টা চালিয়েছে, তার বিরুদ্ধে যখন কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয় না—বরং সে ব্যক্তি দলীয় ছত্রছায়ায় বুক ফুলিয়ে ঘোরাফেরা করে, তখন বুঝে নিতে হয় যে দলটির আর কোনো নৈতিকতা বা ন্যায়বিচারের প্রতিনিধিত্ব নেই।”

পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, “আমি আজ থেকেই এনসিপি (NCP) এর সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করছি। এ দলকে আমি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।”

সবশেষে তিনি লেখেন, “আমি ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আপোষহীন প্রতিবাদই আমার অস্ত্র। সত্য ও মর্যাদার পথে আমি একা চললেও, পিছপা হব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *