
রাজনৈতিক দলগুলোকে বিকল্প প্রস্তাব দিতে আহ্বান জানান নাহিদ ইসলাম — জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক স্পষ্ট ভাষায় বলেন, এনসিসি ছাড়া জাতীয় প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষ হবে না
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল – এনসিসি গঠন না হলে গণঅভ্যুত্থান ও সংস্কার কমিশন ব্যর্থ হবে। বুধবার (১৮ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে দ্বিতীয় দিনের আলোচনার পর এসব মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশন ও দুর্নীতি দমন কমিশন নিয়ে ব্যাপক বিরোধিতা করেছিল এবং ভবিষ্যতে ক্ষমতায় এলে সংস্কার করবে বলেছিল। কিন্তু এখন মনে হচ্ছে, কয়েকটি দল এনসিসি গঠনের বিষয়ে বিরোধিতা করছে। তারা যদি বিকল্প প্রস্তাব না দেয়, তাহলে পুরনো পদ্ধতি বজায় থাকবে এবং গণ-অভ্যুত্থান ও সংস্কার প্রস্তাবনাও ব্যর্থ হয়ে যাবে।”
নাহিদ অভিযোগ করেন, অনেক গুরুত্বপূর্ণ কমিশন—যেমন দুদক, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন—দলীয়করণে জড়িয়ে পড়ে। এতে বিরোধী মত দমন ও ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছে। তিনি বলেন, “সংস্কারের অংশ হিসেবে একটি এনসিসি আবশ্যক। যেখানে নিরপেক্ষতা ও আস্থার ভিত্তিতে নিয়োগ হবে।”
আজকের বৈঠককে ‘হতাশাজনক’ উল্লেখ করে নাহিদ বলেন, “আমরা আশা করেছিলাম, এনসিসি নিয়ে নীতিগত ঐক্যে আসতে পারব। যাতে সরকারি প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ হয় নিরপেক্ষভাবে। কিন্তু সেটা হয়নি। প্রধানমন্ত্রীর ইচ্ছামতো নিয়োগের প্রথা চলমান থাকবে।”
তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, “এনসিসি না গঠিত হলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো আগের নিয়মেই চলবে—এতে সংশয় ও শঙ্কা তৈরি হয়েছে।”
🤝 অন্য পত্রিকায় প্রকাশিত হেডলাইনগুলো
✅ জাগো নিউজ ২৪ – “জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন না হলে গণঅভ্যুত্থান ব্যর্থ হবে”
✅ বাংলানিউজ২৪ – “অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনসিসি গঠনে মত দেওয়ার আহ্বান নাহিদের”
✅ ঢাকা পোস্ট – “যারা এনসিসি গঠনের বিপক্ষে, তারা ফ্যাসিবাদী কাঠামোয় থাকতে চায়”
✅ ধনাট্রিবিউন – “নাহিদ: সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে আগের নিয়ম সমর্থন করি না”