
মাগুরার মহম্মদপুরে বকেয়া বেতন দেওয়ার কথা বলে হোটেলকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে হোটেল ব্যবসায়ী হারুন ফকিরের বিরুদ্ধে। থানায় মামলা, গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় এক হোটেলকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে। বকেয়া বেতন দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি হারুন ফকির (৪৫), যিনি স্থানীয়ভাবে জামায়াতে ইসলামীর কর্মী হিসেবে পরিচিত।
ঘটনাটি ঘটে শুক্রবার, উপজেলা সদরের পেট্রোল পাম্প এলাকার পুলিশের সাবেক ডিআইজি আলতাফ হোসেন মোল্যার বাসভবনে। এ বিষয়ে ভুক্তভোগী নিজেই থানায় ধর্ষণের মামলা করেছেন। জানা গেছে, অভিযুক্ত হারুন উপজেলার ধোয়াইল পূর্বপাড়ার বাসিন্দা তফেজ ফকিরের ছেলে।
ভুক্তভোগী মেয়ে মহম্মদপুর সদরের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে অবস্থিত হারুন ফকিরের হোটেলে কাজ করতেন। তার বেতন নির্ধারিত ছিল দৈনিক ৩০০ টাকা। হারুনের কাছে তার দুই দিনের বকেয়া বেতন ছিল। সেই টাকা দেওয়ার কথা বলে হারুন তাকে নিজের ভাড়া বাসায় ডেকে নেন। সেখানে গিয়েই তাকে ধর্ষণ করেন এবং ঘটনা গোপন রাখতে প্রাণনাশের হুমকি দেন। পরে পুলিশ খবর পেয়ে মেয়েটিকে উদ্ধার করে।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, থানায় ধর্ষণ মামলা হয়েছে এবং আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে মহম্মদপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির কবির হোসেন জানিয়েছেন, অভিযুক্ত হারুন তাদের কোনো কমিটিতে নে