
নারায়ণগঞ্জের আড়াইহাজারে রাজনৈতিক সহিংসতায় ৭ জন আহত, জামায়াতের অভিযোগে নাম বিএনপির
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
নারায়ণগঞ্জ, বাংলাদেশ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদি এলাকায় শনিবার বিকেলে একটি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত পথসভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৭ জন আহত হয়েছেন।
আড়াইহাজার দক্ষিণ জামায়াতের সাবেক আমীর মোতাহার হোসেন জানান, গহরদী বাদশা বাড়ি এলাকায় উপজেলা জামায়াতের পথসভা ও গণসংযোগ চলছিল। সেই সময় বিএনপি নেতা শাহজাহান শিকারী, শাহপরান শিকারী, শাহজালাল শিকারীসহ প্রায় ১২-১৩ জন লোক লাঠিসোটা নিয়ে সভায় বাধা দেয়।
এতে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয় এবং পরবর্তীতে মাহমুদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি হাফেজ মাহবুবুর রহমানসহ জামায়াত কর্মী আসাদুল্যাহ, কাউসার, আলাউদ্দিন, ওসমান, নুরু মিয়া ও আরেক আলাউদ্দিনকে মারধর করে আহত করা হয়। আহতদের মধ্যে হাফেজ মাহবুবুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসূফ আলী ভূঁইয়া বলেন, “জামায়াত অতীতে আমাদের ওপর অত্যাচার করেছে। তারা এখন আবার আমাদের ছাড়াই সভা করছে। তাই আমাদের লোকজন গিয়ে বাধা দিয়েছে। একটু কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে। বড় কিছু ঘটেনি।”
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, “আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রোগ্রাম ভালোভাবে শেষ হয়েছে বলে শুনেছি। মারামারির ঘটনা আমাদের উপস্থিতিতে হয়নি। কেউ অভিযোগ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্যসূত্র:
– দৈনিক যুগান্তর: “আড়াইহাজারে জামায়াতের পথসভায় হামলা, আহত ৭”
– বাংলাদেশ প্রতিদিন: “জামায়াতের পথসভায় বিএনপির বাধা, সংঘর্ষে আহত”
– প্রথম আলো: “পথসভা নিয়ে জামায়াত-বিএনপির মধ্যে উত্তেজনা, আহত কয়েকজন”
– ইনকিলাব: “আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ”
– কালের কণ্ঠ: “আড়াইহাজারে জামায়াতের সভায় বিশৃঙ্খলা, আহত ৭”