জামায়াতে ইসলামী “জাতীয় ঐকমত্য কমিশনের” সংলাপ বয়কট করল

জামায়াতে ইসলামী নির্বাচন বিষয়ক যৌথ বিবৃতিতে “ইগনোর” হওয়ায় সংলাপ না‑যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অংশ নেয়নি ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে, বিএনপি‑এনসিপি অংশ নিল।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি বাংলাদেশ জামায়াতে ইসলামী। পারিপ্রেক্ষিতে, লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর নির্বাচনের সম্ভাব্য সময়সূচি ঘোষণার প্রতিবাদে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

আজ (১৭ জুন) ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হলেও জামায়াতের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির তিন সদস্যের প্রতিনিধি দল সেখানে উপস্থিত ছিল।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও প্রচার সম্পাদক মতিউর রহমান আকন্দ একটি জাতীয় দৈনিককে জানান, “আজ আমরা সংলাপে যাচ্ছি না।“

জামায়াতের এক সূত্র জানায়, তারা লন্ডনে ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠককে সাধুবাদ জানিয়েছে। তবে যৌথ বিবৃতিতে নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করে তাদের এক্ষুণি “ইগনোর” করা তাদের অপ্রীতিকর মনে হয়েছে। তারা মনে করে, এই সময়সূচি ঘোষণার কাজ দেশে উপস্থিত হয়ে করা উচিত ছিল।

নীচে অন্যান্য পত্রিকায় একই সংবাদে পাওয়া হেডলাইনগুলো দেওয়া হলো:

“ঐকমত্য কমিশনের সংলাপ ‘বয়কট’ করলো জামায়াত” — আজকের পত্রিকা

“ঐকমত্য কমিশনের সংলাপ ‘বয়কট’ করলো জামায়াত” — দৈনিক ইত্তেফাক

“ঐকমত্য কমিশনের সংলাপে যোগ দেয়নি জামায়াত” — বাংলানিউজ২৪

“ঐকমত্য কমিশনের সংলাপে যাচ্ছে না জামায়াত” — সমকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *