জামায়াত ইসলামি দল নয়, নাম ব্যবহার করে রাজনীতি করছে: ড. খন্দকার মোশাররফ

,

১৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় দাউদকান্দির মারুফ ভিলায় আয়োজিত পৌর বিএনপি সভায় ড. খন্দকার মোশাররফ বলেন, জামায়াত কেবল নামের আড়ালে রাজনৈতিক দল ইসলাম নয়।

নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য, মুক্তিযোদ্ধা এবং সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন স্পষ্ট করে বলেছেন, “জামায়াতকে ভোট দিলে স্বর্গে যাওয়া সম্ভব—এ ধারণা সম্পূর্ণ ভুল। সাধারণভাবে সবাই মনে করে এটি একটি ইসলামী দল, কিন্তু বাস্তবে তারা কোনো ধর্মীয় দল নয়; তারা কেবল ইসলাম নাম ব্যবহার করে রাজনীতি করে।”

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় দাউদকান্দি পৌর শহরের নিজ বাসভবন মারুফ ভিলায় পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

তিনি আরও বলেন, “পূর্ববর্তী সরকার ছিল স্বৈরাচারী এবং ফ্যাসিবাদী। তারা মুক্তিযুদ্ধের অর্জন নষ্ট করে বলপ্রয়োগে ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই অন্যায়ের বিরুদ্ধে এবং গণতন্ত্রের স্বার্থে বিএনপি গত পনেরো বছর ধরে আন্দোলন চালিয়ে গেছে।”

ড. মোশাররফ উল্লেখ করেন, “এই ধারাবাহিক আন্দোলনের ফলেই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা স্বেচ্ছায় পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার এবং সঞ্চালনা করেন পৌর বিএনপির সদস্যসচিব কাউছার আলম সরকার। প্রধান বক্তা ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।

এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম সামছুল হক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শওগাত চৌধুরী পিটারসহ অন্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *