জিয়ারকান্দি ইউনিয়নে জাসাসের নতুন আহবায়ক কমিটি ঘোষণা ও কর্মীসভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে সোমবার সন্ধ্যায় গৌরীপুর বাজারের গ্রেট সুলতান রেস্টুরেন্টে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা সম্পন্ন হয়।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর নতুন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক কর্মীসভা আয়োজিত হয়। সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় গৌরীপুর বাজারের গ্রেট সুলতান রেস্টুরেন্টে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনী ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক হোসেন ভূইয়া, শ্রমিক দলের আহবায়ক সাইমুল ইসলাম আখন্দ, ছাত্রদলের আহবায়ক ফাহিম সরকার, যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সরকার, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ জামাল উদ্দিন প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মোল্লা, ইউনিয়ন বিএনপির সভাপতি মুকবুল হোসেন সরকার, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনু মেম্বার, কৃষক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মেম্বার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন এবং উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম চন্দন।

তিতাস উপজেলা জাসাসের আহবায়ক সামির হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব দেলোয়ার হোসেনের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। সভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা দেন উপজেলা জাসাসের যুগ্ম আহবায়ক বাবু মোল্লা, রাসেল আহমেদ ও জিল্লুর রহমান জিলন ভূইয়া।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে অভিযোগ করেন, জামায়াতে ইসলামী প্রায়ই মসজিদ ব্যবহার করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে, যা ধর্মের অপব্যবহার। এ বিষয়ে তারা কড়া প্রতিবাদ জানান। তারা আরও বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ঘরে বসে না থেকে প্রত্যেক কর্মীকে জনগণের কাছে যেতে হবে এবং বিএনপির পক্ষে জনসমর্থন গড়ে তুলতে হবে। বক্তাদের অভিযোগ, জামায়াত বিভ্রান্তি ছড়াচ্ছে যে তাদের পক্ষে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে। নেতারা একে সম্পূর্ণ মিথ্যা প্রচারণা ও ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার উদাহরণ বলে উল্লেখ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *