
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে স্বীকার করেছেন যে, তিনি জুলাই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং রাজসাক্ষী হতে আগ্রহী।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বৃহস্পতিবার (১০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে স্পষ্টভাবে স্বীকার করেছেন যে, তিনি জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।”
প্রসিকিউশন ও সংশ্লিষ্ট আইনজীবীদের বরাতে জানা যায়, ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি একটি লিখিত বক্তব্য পেশ করেন। এতে তিনি জানান, তিনি চান যারা এই মানবতাবিরোধী অপরাধে অংশ নিয়েছে, তাদের মুখোশ উন্মোচিত হোক।
এদিকে, জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থানের সময়কার মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ (ফর্মাল চার্জ) গঠন করেছেন। অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ফর্মাল চার্জ গঠনের মধ্য দিয়ে এই তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হলো। একইসঙ্গে মামলার সূচনা বক্তব্য পেশ এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩ ও ৪ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।
এ মামলায় শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল বর্তমানে পলাতক রয়েছেন বলে ট্রাইব্যুনাল সূত্রে জানানো হয়েছে।
আদালত সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১-এর বেঞ্চ এই আদেশ দিয়েছেন। প্যানেলের বাকি দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।