
গাজীপুর মহানগরের দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে সাবেক বিএনপি নেতা ও আইনজীবী জিয়াউল হাসান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ, যিনি চাঁদাবাজিসহ চার মামলার আসামি।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের গাজীপুর জেলার টঙ্গীতে চাঁদাবাজির মামলায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হাসান স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুর আড়াইটার দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়। তিনি গাজীপুর জেলা আইনজীবী সমিতির সদস্যও।
পুলিশ জানায়, জিয়াউল হাসান স্বপন ওই রেস্তোরাঁয় অবস্থান করছিলেন এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি পেশায় আইনজীবী হলেও সাবেক বিএনপি নেতার পরিচয় ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে অর্থ আদায় করতেন। বাড্ডা থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তিনি ৩৩৬ নম্বর আসামি।
টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, স্বপনের বিরুদ্ধে থানায় চারটি চাঁদাবাজির মামলা রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে।
এছাড়া ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তিনি মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সখ্য গড়ে তুলে নানা অবৈধ সুবিধা নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। আন্দোলনে হাসিনার পতনের পর তার আচরণ আরও বেপরোয়া হয়ে ওঠে। তিনি প্রকাশ্যে চাঁদাবাজি অব্যাহত রাখেন, যদিও বর্তমানে তার কোনো দলীয় পদ নেই। ব্যবসায়ী, শিক্ষক ও বাড়িওয়ালাদের চাঁদার জন্য ভয় দেখিয়ে মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এসব মামলার বিষয় স্থানীয়ভাবে ওপেন সিক্রেট হয়ে উঠেছে। দলীয় নেতারাও স্বপনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ।
স্থানীয় সূত্র জানায়, জিয়াউল হাসান স্বপন এক সময় টঙ্গী সরকারি কলেজ ছাত্র সংসদের জিএস ছিলেন এবং এখনও নিজের নামের সঙ্গে ‘জিএস’ শব্দটি ব্যবহার করেন। তিনি টঙ্গীর লেদুমোল্লা রোডের কফিল উদ্দিন দেওয়ানের ছেলে এবং বর্তমানে কোনো রাজনৈতিক পদে নেই। আইন পেশার সুযোগে মামলার মাধ্যমে অর্থ উপার্জন করেন।
টঙ্গী পূর্ব থানায় তার নামে দুটি মামলা ও একাধিক অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সরকার পরিবর্তনের সুযোগকে কাজে লাগিয়ে তিনি এলাকার লোকজনকে টার্গেট করে মামলা বানিজ্য শুরু করেন। মোটা অংকের চাঁদা, দামি মোবাইল, ব্যবসার অংশীদারিত্বসহ বিভিন্ন দাবি পূরণ না হলে মামলায় ফাঁসানোর হুমকি দেন। এমন কিছু অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দলীয় নেতাকর্মীদের মাঝে অসন্তোষের জন্ম দেয়।
এ বিষয়ে টঙ্গীর বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ও বিএনপি নেতাকর্মীরা বিস্তারিত তথ্য জানিয়েছেন।
অন্য পত্রিকার হেডলাইন:
যুগান্তর: টঙ্গীতে বিএনপির সাবেক নেতা গ্রেপ্তার, চাঁদাবাজিসহ মামলা ৪টি
চাঁদাবাজির মামলায় গাজীপুরের সাবেক বিএনপি নেতা স্বপন গ্রেফতার – যায়যায়দিন
টঙ্গীতে চাঁদাবাজি মামলায় সাবেক বিএনপি নেতা গ্রেপ্তার – FNS24