টিকটকে পরিচয়ের সূত্র ধরে ব্ল্যাকমেইল, শারীরিক সম্পর্ক ও অর্থ আদায়ের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার

টিকটকে সম্পর্ক, ইমোতে ঘনিষ্ঠতা; ভিডিও রেকর্ড করে ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল, শারীরিক সম্পর্ক ও ৮ লাখ টাকা আদায়ের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিআইডি।

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশ, ঢাকা:
সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে সম্পর্ক তৈরি করে পরে ব্ল্যাকমেইল ও ভয়ভীতির মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন এবং অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে অভিযুক্তের পরিচয় হয়। পরে তারা ইমো অ্যাপে নিয়মিত যোগাযোগ শুরু করেন। কথাবার্তার একপর্যায়ে ভিডিও কলের মাধ্যমে অভিযুক্ত ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত স্ক্রিন রেকর্ড করে সংরক্ষণ করেন।

পরবর্তীতে এসব ভিডিও ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিযুক্ত। পাশাপাশি ব্ল্যাকমেইলের মাধ্যমে ভিকটিমের কাছ থেকে মোট ৮ লাখ টাকা আদায় করেন। এরপর আরও অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে, অভিযুক্ত ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন।

সিআইডির এই কর্মকর্তা আরও বলেন, ভিকটিম গত ২৩ জুন ঢাকার রামপুরা থানায় ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন’ অনুযায়ী একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর- ২৭। এরপর সোমবার (৭ জুলাই) রাজধানীর শাহজাহানপুর থানাধীন মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া মো. শোয়াইবের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী থানার শিলকুপ ইউনিয়নের মনকি চর গ্রামে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *