
কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহবায়ক আক্তারুজ্জামান সরকার ২০২৫ সালের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০২৫ নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার।
তিনি ফেসবুকে প্রকাশিত এক পোস্টে ভিপি পদপ্রার্থী আবিদুল ইসলাম খানসহ ছাত্রদল প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে কুমিল্লার শিক্ষার্থীদের তিনি আহ্বান জানিয়েছেন, ২১ নম্বর ব্যালটে ভোট দিয়ে ছাত্রদলের প্যানেলকে বিজয়ী করতে হবে।
আক্তারুজ্জামান সরকার পোস্টে উল্লেখ করেছেন, “প্রতিশ্রুতি নয়, পরিবর্তনে প্রতিজ্ঞাবদ্ধ।” তিনি আশা প্রকাশ করেছেন যে, ছাত্রদলের প্রার্থীরা জয়লাভ করলে বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সক্ষম হবে।
তিনি আরও যোগ করেছেন, ডাকসু নির্বাচন শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, জাতীয় রাজনীতির জন্যও গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে ছাত্রদলের জয় শিক্ষার্থীদের অধিকার সুরক্ষায় নতুন পথ খুলবে এবং নেতৃত্ব বিকাশে সহায়ক হবে।