
মিরপুরে প্রোবক্স গাড়িসহ গ্রেফতার, দুইজন পলাতক
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
ঢাকা, বাংলাদেশ: রাজধানীর মিরপুরে ডাকাতির প্রস্তুতির সময় পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। অভিযানের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, খেলনা পিস্তল এবং একটি প্রোবক্স গাড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (১৪ জুন) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—জুলহাস (৩৭), মো. কামাল হাওলাদার (৪০), মো. তুষার আহমেদ (৩৪), সবুজ মিয়া (৩৫) এবং সম্ভ্রাজ মোল্লা (৩৫)। তাদেরকে মিরপুরের সনি সিনেমা হলের সামনে থেকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে কিছু দুষ্কৃতকারী মিরপুর সনি সিনেমা হলের সামনে রাস্তায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পুলিশ উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তবে দুজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে—একটি প্রোবক্স গাড়ি, একটি রামদা, বাইসাইকেলের ক্র্যাংকসেট দিয়ে তৈরি দেশীয় একটি অস্ত্র, একটি লোহার স্টিক, দুটি প্লাস্টিকের রশি ও দুটি খেলনা পিস্তল।
ঘটনার বিষয়ে মিরপুর মডেল থানায় গ্রেফতার ও পলাতকদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন এবং তথ্য সুত্র।
– বিডিনিউজ২৪: “মিরপুরে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার”
– যুগান্তর: “ঢাকায় ডাকাতির আগে ধরা পড়লো পাঁচজন”
– বাংলাদেশ প্রতিদিন: “খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫”
– জাগো নিউজ: “মিরপুরে ডাকাতির প্রস্তুতিতে থাকা ৫ জন আটক”
– বাংলা ট্রিবিউন: “প্রোবক্স গাড়ি, অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার”