
বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে গাছের ডালে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বহিরাগত তরুণী সুরাইয়া আক্তার প্রাপ্তি। উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টার কিছু পরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এক বহিরাগত তরুণী আত্মহত্যার চেষ্টা করেন। তিনি গাছের ডালে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মলচত্বরের মাঝামাঝি অংশে তরুণীটি আত্মহত্যার চেষ্টা করলে আশপাশে থাকা কয়েকজন দ্রুত এগিয়ে এসে তাকে গাছ থেকে নামিয়ে হাসপাতালে পাঠান।
ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছায়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ জানান, “খবর পেয়েই আমরা ব্যবস্থা নিয়েছি। মেয়েটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নয়। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং ইতোমধ্যে তার বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে, তিনি ঢাকার পথে রয়েছেন।”
প্রক্টর আরও জানান, ওই তরুণী উত্তরায় তার ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। কী কারণে তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তা এখনো জানা যায়নি।
ঘটনার প্রত্যক্ষদর্শী জুলহাস কবির ফেসবুকে লিখেছেন, “রাত ১১টার দিকে মেয়েটিকে গলায় ফাঁস দিতে দেখে আমরা কয়েকজন দ্রুত এগিয়ে যাই। দ্রুত ব্যবস্থা নেওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়েছে। আর একটু দেরি হলে হয়তো বড় কিছু ঘটে যেতে পারত।”
বর্তমানে তরুণীটি চিকিৎসাধীন রয়েছেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।
অন্য পত্রিকার হেডলাইন:
ঢাবির মলচত্বরে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা – সময় টিভি
ঢাবির মলচত্বরে তরুণীর ফাঁস নেওয়ার চেষ্টা – বাংলা ট্রিবিউন
ঢাবিতে গলায় ফাঁস দিয়ে হাসপাতালে বহিরাগত তরুণী – বিডিনিউজ২৪
ঢাবিতে গাছের সাথে ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা – দেশ সংবাদ