
নিউ ঢাকা টাইমস নিজস্ব প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই শাহরিন ইসলাম চৌধুরী তুহিন অবশেষে ঢাকার আদালতে আত্মসমর্পণ করেছেন। অবৈধ সম্পদ ও কর ফাঁকির দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত তুহিন মঙ্গলবার (২৯ এপ্রিল) জামিন চাইলে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রথমে কর ফাঁকির মামলায় ঢাকার বিশেষ জজ আদালতে তার আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জামিন আবেদন দাখিল করেন। শুনানি শেষে বিচারক কবির উদ্দিন প্রামাণিক জামিন নামঞ্জুর করেন। এরপর তুহিনকে অ্যাম্বুলেন্সে করে কারাগারে পাঠানো হয়।
দুদক ২০০৭ সালে গুলশান থানায় দুটি মামলা করে। কর ফাঁকির মামলায় ২০০৮ সালে তুহিনকে মোট আট বছর, যা একত্রে চলায় পাঁচ বছরের সশ্রম সাজা এবং অবৈধ সম্পদের মামলায় ১০ বছরের সাজা দেন আদালত। প্রায় ১৭ বছর পর তিনি আদালতে আত্মসমর্পণ করলেন।