
কসোভো যুদ্ধের সময় শরণার্থী হয়ে যুক্তরাজ্যে আসা ডুয়া লিপা ৩০ বছরে এসে বিশ্বসংগীত ও অভিনয়ে খ্যাতি অর্জন করেছেন এবং প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকার মালিক হয়েছেন।
নিউ ঢাকা টাইমস ডেক্স রিপোর্ট
ডুয়া লিপার জন্ম লন্ডনে, ১৯৯৫ সালে, যখন তার পরিবার কসোভোতে চলমান যুদ্ধ থেকে বাঁচতে শরণার্থী হয়ে যুক্তরাজ্যে এসেছে। ছোটবেলা থেকেই লন্ডনের সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠা তিনি সংগীত ও অভিনয়ের প্রতি গভীর আগ্রহ দেখান।
কৈশোরে তিনি ভর্তি হন সিলভিয়া ইয়ং থিয়েটার স্কুলে, যেখানে সংগীত ও অভিনয়ের প্রশিক্ষণ নেন। পড়াশোনার পাশাপাশি ওয়েট্রেস ও মডেলিং করেন। ইউটিউব ও সাউন্ডক্লাউডে নিজের গান প্রকাশ করা দিয়ে তিনি তার শিল্পী জীবন শুরু করেন।
২০১৩ সালে একজন এজেন্টের সঙ্গে চুক্তি হয় এবং পরবর্তীতে ওয়ার্নার ব্রাদার্সের সঙ্গে কাজ শুরু করেন। ২০১৫ সালে প্রকাশিত হয় তার প্রথম মৌলিক গান ‘নিউ লাভ’ ও ‘বি দ্য ওয়ান’। ২০১৭ সালে তার প্রথম অ্যালবাম ডুয়া লিপা প্রকাশিত হয়, যার ‘নিউ রুলস’ ও ‘আইডিজিএএফ’ গানগুলো তাকে খ্যাতি এনে দেয় এবং তিনি গ্র্যামিতে সেরা নতুন শিল্পীর পুরস্কার অর্জন করেন।
২০২০ সালে প্রকাশিত ফিউচার নস্টালজিয়া অ্যালবাম তাকে আরও জনপ্রিয়তা এবং অর্থ এনে দেয়। অ্যালবামের গান ‘ডোন্ট স্টার্ট নাও’ ও ‘লেভিটেটিং’ বিশ্বজুড়ে সাড়া ফেলে। একই সঙ্গে তিনি গ্র্যামি এবং ব্রিট অ্যাওয়ার্ডে সেরা পপ ভোকাল এবং সেরা ব্রিটিশ অ্যালবামের পুরস্কারও পান।
অভিনয়েও দেখা গেছে তাকে। ২০২৩ সালের আলোচিত বার্বি সিনেমায় ছোট একটি চরিত্রে এবং পরে আজেল সিনেমায় অভিনয় করেন। বর্তমানে তিনি তার তৃতীয় অ্যালবাম র্যাডিক্যাল অপটিমিজম-এর প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে কনসার্টে অংশগ্রহণ করছেন।
‘দ্য সানডে টাইমস’-এর ‘ফোরটি আন্ডার ফোরটি রিচ লিস্ট’-এ ৩৪ নম্বরে রয়েছেন ডুয়া লিপা। বাংলাদেশি মুদ্রায় তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১২ হাজার ৪২০ কোটি টাকা। শরণার্থী পরিবার থেকে উঠে এসে এই অর্জন তাকে সত্যিই অনন্য করে তুলেছে।