
কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজার সংলগ্ন গোমতী নদীতে আজ সকালেই ভেঙে পড়েছে অস্থায়ী ভাসমান সেতু, চলাচল বিঘ্নিত হওয়ায় শিক্ষার্থী ও অফিসগামীদের দুর্ভোগ বাড়ছে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলার আসমানিয়া বাজারের পাশে গোমতী নদীতে নির্মিত অস্থায়ী ভাসমান সেতুটি সোমবার সকালে নদীর প্রবল স্রোতে ধ্বংস হয়ে গেছে। এই সেতুটি আসমানিয়া সেতু নামে পরিচিত। এর আগে এখানেই একটি স্টিল ব্রিজ ছিল, যা ভেঙে যাওয়ায় বর্তমানে আরসিসি ব্রিজ নির্মাণকাজ শুরু হয়েছে। দীর্ঘ সময় ধরে নির্মাণকাজ ধীরগতি হওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জনসাধারণের চলাচল সুবিধার জন্য অস্থায়ী ভাসমান সেতু বসানো হলেও আজ সকালে নদীর প্রবল স্রোতে সেটি ভেঙে পড়ায় দুই পাড়ের মানুষের যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিশেষত স্কুল ও কলেজগামী শিক্ষার্থী এবং অফিসগামীদের জন্য এই পরিস্থিতি মারাত্মক সমস্যার সৃষ্টি করেছে।
স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত স্থায়ী ব্রিজ নির্মাণ সম্পন্ন করার দাবি জানিয়েছেন।