
কুমিল্লার তিতাসে প্রবাসীদের উদ্যোগে নির্মিত খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানকে শুভেচ্ছা জানানো তোড়ন ১২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধিঃ
কুমিল্লার তিতাস উপজেলার সৎ মেহের বিবির বাজার এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানকে অভিনন্দন জানাতে একটি তোড়ন নির্মাণ করা হয়েছিল। কিন্তু ১২ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা সেই তোড়নটি ভেঙে ফেলে।
স্থানীয় সূত্র জানায়, ১১ সেপ্টেম্বর ইতালি প্রবাসী মোহাম্মদ সালাউদ্দিন এবং মালয়েশিয়া প্রবাসী আবু ইউসুফের উদ্যোগে এ তোড়নটি তৈরি করা হয়। সম্প্রতি তিতাস ও হোমনা উপজেলাকে একত্রিত করে কুমিল্লা-২ সংসদীয় আসন ঘোষণা করা হলে বিএনপির বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতারা আনন্দ মিছিলের আয়োজন করেন। এই প্রক্রিয়ায় ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খানের বিশেষ অবদান থাকায় তাকে শুভেচ্ছা জানাতেই প্রবাসীদের পক্ষ থেকে তোড়ন নির্মাণ করা হয়।
তোড়ন ভাঙচুরের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে। অনেকেই এটিকে পরিকল্পিত ধ্বংসাত্মক কর্মকাণ্ড বলে দাবি করছেন।