তিতাসে বিএনপির ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণে এপিএস মতিন খান

কুমিলার তিতাসে বিএনপি নেতা ও খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার মতিন খান বুধবার দিনব্যাপী নয়টি স্থানে জনগণের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি

কুমিলার তিতাস উপজেলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেছেন বেগম খালেদা জিয়ার প্রাক্তন এপিএস ও অবসরপ্রাপ্ত সচিব ইঞ্জিনিয়ার এম.এ মতিন খান। তিনি কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে সক্রিয় রয়েছেন।

বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন জনবহুল স্থানে তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। মজিদপুর ইউনিয়নের লালপুর বাজার, শাহপুর বড় ঘাট, শান্তির বাজার, শিবপুর মাদ্রাসা মাঠ, শিবপুর স্টেশন, মৌটুপী, সাহাবৃদ্দি, মজিদপুর ও বালুয়াকান্দি এলাকায় লিফলেট বিতরণের সময় তিনি জনগণকে ৩১ দফা মনোযোগ দিয়ে পড়ার আহ্বান জানান এবং কর্মসূচির মূল লক্ষ্য ব্যাখ্যা করেন।

এ সময় মতিন খান বলেন, “৩১ দফা শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি জাতীয় পুনর্গঠনের রূপরেখা। জনগণের মুক্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছি। সাধারণ মানুষ ইতিমধ্যেই এটিকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে।”

তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার ফেরাতে বিএনপির এই কর্মসূচি সফল হলে দেশবাসী প্রকৃত স্বাধীনতা ও সমঅধিকার ভোগ করবে। কৃষক, শ্রমিক, বেকারসহ সব শ্রেণির মানুষের জীবনমান উন্নত হবে।” তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক তপন ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জাদু মোল্লা, দপ্তর সম্পাদক এমদাদুল হক ফুল মিয়া, কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনির হোসেন ভূঁইয়া, উপজেলা নেতা এমরান সরকার, মজিদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মিয়া সরকার, হোমনার আসাদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জহির, ইব্রাহিম মেম্বার, আইয়ুব খান, আমিরুল ইসলাম মনু মেম্বার, আব্দুল আলিম খসরু, সাংবাদিক কবির হোসেন ও কলাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিব সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *