তিতাসে যথাযোগ্য মর্যাদায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালন

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে তিতাস উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ। শনিবার (৩০ মে) বিকেল ৩টায় করিকান্দি বাজার এলাকার ইভা কিন্ডারগার্টেন মাঠে এ উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আখতারুজ্জামান সরকার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হোসেন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম সরকারসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সঞ্চালনায় ছিলেন তিতাস উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ মুক্তিযুদ্ধ, রাজনৈতিক প্রজ্ঞা ও নেতৃত্বগুণের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন জনগণের আস্থার প্রতীক। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জিয়ার আদর্শ ও চিন্তাধারা নতুন প্রজন্মকে গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে প্রেরণা জোগাবে।

অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান, ৭১-এর শহীদ মুক্তিযোদ্ধা এবং বিএনপির প্রয়াত নেতাকর্মীদের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত শেষে প্রায় দেড় হাজার মানুষের মাঝে তাবারক বিতরণ করা হয়।

আয়োজনে স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত চোখে পড়ার মতো। পুরো আয়োজনজুড়ে ছিল আবেগঘন পরিবেশ, যা প্রমাণ করে শহীদ জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা আজও অটুট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *