
এক হিন্দু যুবককে হাতুড়ি দিয়ে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে কুমিল্লার তিতাসে। স্থানীয়রা জানায়, তাকে রাস্তায় ধরে মারধরের পর শরীরের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট
বাংলাদেশের কুমিল্লা জেলার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালি গ্রামের মৃত দেবা চন্দ্র দাসের ছেলে জীবন চন্দ্র দাস (৩৫) গুরুতর আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়।
ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে। প্রথমে কাকিয়াখালি ব্রিজের দক্ষিণ পাশে তাকে ধরে বেধড়ক মারধর করা হয়। এরপর বালুয়াকান্দি গ্রামের ফিরোজ মিয়ার পুকুরপাড়ে নিয়ে গিয়ে শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়।
বর্তমানে আহত জীবন চন্দ্র দাস তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, পার্শ্ববর্তী বালুয়াকান্দি গ্রামের মৃত মান্নানের ছেলে আয়ুব আলী (৩৫), একই গ্রামের মোস্তাকের ছেলে বোরহানসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত ছিল।
এই বিষয়ে আজ ‘MD Aslam’ নামের একটি ফেসবুক আইডি থেকে বিস্তারিত তথ্য জানা গেছে।