তুমি আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে ভোট দেব – ড. মুহাম্মদ ইউনূস

নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লন্ডনের চ্যাথাম হাউজে গতকাল বুধবার একটি আলোচনায় অংশ নেন। সেখানে ভোটারদের উপর আস্থা, নির্বাচন, সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে খোলামেলা মত দেন তিনি।

ভোটারদের আচরণ নিয়ে প্রশ্নের উত্তরে ড. ইউনূস বলেন, “তুমি আমাকে কিছু টাকা দাও, আমি তোমাকে ভোট দেব—এই ধারণাটিই যেন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সব ভোটের ক্ষেত্রেই এমনটি ঘটছে।”

চ্যাথাম হাউজের পরিচালক ব্রনউইন ম্যাডেক্স প্রশ্ন করেন, “অনেক রাজনীতিক এমন মন্তব্যকে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি অবজ্ঞা বলেই মনে করবেন। আপনি ভোটারদের প্রতি আস্থা না রেখে কেন নিজের পছন্দমতো একটি ধারণা চাপিয়ে দিতে চান?”

জবাবে ড. ইউনূস বলেন, “আমরা যদি সত্যি বিষয়গুলো ব্যাখ্যা করতে পারতাম! মানুষ যদি বুঝত দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা, সংখ্যানুপাতিক ভোটাধিকার ইত্যাদি কীভাবে কাজ করে, তাহলে ভালো হতো। কিন্তু বাস্তবতা হলো, তারা বলে—না, এসব বাদ দাও, আমাকে শুধু বলো কত টাকা দেবে, তাহলেই আমি ভোট দেব।”

তিনি আরও বলেন, “এই কারণেই আমরা চাই না ওই দিকটিতে যেতে। জনগণ এসব দেখে, এসব নিয়েই বিতর্ক হয়।”

ড. ইউনূস জানান, প্রতিদিন এসব নিয়ে সংবাদ প্রকাশ হচ্ছে। তাই এখন মূল লক্ষ্য হলো একটি ঐকমত্যে পৌঁছানো, যেখানে সব পক্ষ রাজি থাকবে। এ জন্য সুপারিশগুলো লিখিতভাবে প্রস্তুত করা হবে এবং সব দলের স্বাক্ষর নেওয়া হবে। এটি ‘জুলাই সনদ’ নামে পরিচিত হবে এবং আগামী জুলাই মাসেই তা জাতির সামনে উপস্থাপন করা হবে। তার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, তাঁদের সরকারের তিনটি প্রধান দায়িত্ব রয়েছে—সংস্কার, অপরাধীদের বিচার এবং নির্বাচন আয়োজন।

উল্লেখ্য, ২০০৭ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়। এরপর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড. ইউনূস। শুরু থেকেই নির্বাচন আয়োজনের দাবি উঠে আসে। গত ৬ জুন তিনি ঘোষণা দেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্য সফরের সময় তিনি এসব বিষয়ে বিস্তারিত বক্তব্য দেন।


📰 অন্যান্য পত্রিকার উল্লেখ হেডলাইন। তথ্যসূত্র।
– প্রথম আলো: “ভোটারদের টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে: ড. ইউনূস”
– কালের কণ্ঠ: “ভোট কিনতে চায় সবাই, আস্থা নেই ভোটারদের ওপর: ইউনূস”
– যুগান্তর: “ভোট মানে টাকার লেনদেন, মন্তব্য প্রধান উপদেষ্টার”
– বাংলাদেশ প্রতিদিন: “ভোট নিয়ে বিতর্কে ড. ইউনূস”
– সমকাল: “জুলাই সনদেই হবে নির্বাচন: ড. ইউনূস”
– ইত্তেফাক: “ভোটারদের অবিশ্বাস করলেন প্রধান উপদেষ্টা”
– মানবজমিন: “ভোটারদের ঘিরে বিতর্কিত মন্তব্য ইউনূসের”
– দ্য ডেইলি স্টার: “Yunus: Money Drives Voting Decisions”
– নিউ এজ: “Chatham House talk: Yunus discusses vote buying in Bangladesh”
– ঢাকা ট্রিবিউন: “Yunus targets voter reform, election consensus in July Charter”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *