
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হাজারী ফেসবুকে লিখেছেন, ৩৫ বছরের ত্যাগী রাজনীতি করেও আজ উপেক্ষিত থেকে হাইব্রিডদের অগ্রগতি দেখতে হচ্ছে।
মাসুম বিন ইদ্রিস,কুমিল্লা উত্তর প্রতিনিধি:
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন হাজারী দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা শেয়ার করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন।
গত ১০ সেপ্টেম্বর বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে যুক্ত হয়ে তিনি এরশাদবিরোধী আন্দোলনসহ সব ধরনের গণআন্দোলনে সক্রিয় থেকেছেন। হামলা-মামলা, জেল-জুলুম এমনকি পরিবার নিয়ে হয়রানি সহ্য করেও তিনি আন্দোলনের মাঠ ছাড়েননি।
কিন্তু বর্তমানে দল যখন সুসময় অতিক্রম করছে, তখন ত্যাগী কর্মীরা অবহেলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, “আমরা যারা রাজপথে বছরের পর বছর সংগ্রাম করেছি, তারা আজ উপেক্ষিত। হাইব্রিড নেতারা প্রাধান্য পাচ্ছেন আর আমরা সাইডলাইনে বসে দেখছি।”
তিনি আরও উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অতীতে ত্যাগী কর্মীদের সম্মান দেওয়ার কথা বললেও বাস্তবে ঘটছে উল্টোটা। পুরনো কর্মীদের অবমূল্যায়ন করলে দলের সাফল্য ব্যাহত হবে বলেও সতর্ক করেন তিনি।
মোশাররফ হাজারী শেষ পর্যন্ত স্পষ্টভাবে বলেন, “ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করলে কাঙ্ক্ষিত ফল আসবে না। পুরান চালেই ভাত ভালো হয়।”