
মঙ্গলবার ভোরে ইসরায়েলের বিয়েরশেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণহানি ঘটে। এর আগে ইসরায়েল হামলা চালায় ইরানে, নিহত হন সামরিক ও পরমাণু বিজ্ঞানীরা।
নিউ ঢাকা টাইমস : ডেক্স রিপোর্ট।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই ইসরায়েলি অধিকৃত অঞ্চলে চারবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে নিহত ও আহতের সংখ্যা আরও বেড়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৪ জুন) ভোরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিয়েরশেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই হতাহতের খবর পাওয়া গেছে।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের বরাত দিয়ে বিবিসি জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ২২ জন। এর আগে, দেশটির জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) জানিয়েছে, হামলার এলাকায় কালো ধোঁয়া উড়ছিল। একাধিক ভবন ব্যাপকভাবে ধ্বংস হয়েছে। অনেককে ভেতরে ও বাইরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট এবং ইরানি ও ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে তেহরান ও তেল আবিবের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে যুদ্ধবিরতির খবর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
ট্রুথ সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “ইসরায়েল-ইরানের মধ্যে এখন যুদ্ধবিরতি কার্যকর। দয়া করে এটি ভঙ্গ করবেন না!”
উল্লেখযোগ্য বিষয় হলো, কোনো উসকানি ছাড়াই গত ১৩ জুন দিনগত রাতে ইসরায়েল হঠাৎ ইরানে হামলা চালায়। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে এই অভিযানে রাজধানী তেহরানসহ ইরানের সামরিক স্থাপনা, পরমাণু গবেষণা কেন্দ্র ও আবাসিক ভবনে হামলা চালায় ইহুদিবাদী সেনারা।
এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান কমান্ডার হোসেইন সালামি, খাতাম আল-আনবিয়া সদরদপ্তরের কমান্ডার এবং বিপ্লবী রক্ষীবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল গোলাম আলি রশিদসহ দশজন পরমাণু বিজ্ঞানী ও ৫০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে।
ইসরায়েলের এই হামলার জবাবে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ‘অপারেশন ট্রু প্রমিস-৩’ নামে অভিযান শুরু করে ইরান। তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আঘাত হানছে। এতে হতাহতের সংখ্যা কম হলেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এ দুই দেশের চলমান সংঘাতের মধ্যে গত ২১ জুন রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে সোমবার রাতে কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় তেহরান।
অন্য পত্রিকার হেডলাইন
Reuters: Trump says Israel-Iran ceasefire now in effect, please don’t violate it
AP News: Iranian missile barrage strikes Israel after deadline Trump announced for ceasefire passes
Reuters: Israel signals Iran campaign can end soon but much hinges on Tehran