দাউদকান্দিতে এনসিপির উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

New Dhaka Times: Desk Report

কুমিল্লার দাউদকান্দিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই শহীদদের’ স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে। ১ জুলাই ২০২৫, মঙ্গলবার সন্ধ্যায় দাউদকান্দি পৌরসভার আহম্মদীয়া প্লাজার দ্বিতীয় তলায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এটি ছিল জুলাই মাসব্যাপী স্মরণ কর্মসূচির অংশ, যেখানে জাতীয় নাগরিক পার্টি শহীদদের আত্মত্যাগকে স্মরণ করার জন্য সারা দেশে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করছে। দাউদকান্দির এই আয়োজন ছিল স্থানীয়ভাবে ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত।

অনুষ্ঠানে দোয়া ও মিলাদের পাশাপাশি শহীদদের আত্মত্যাগের ইতিহাস ও তাৎপর্য তুলে ধরা হয়। বক্তারা বলেন, “জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখি।”

উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী ভূঁইয়া সানাউল্লাহ বাবু, যুব সমন্বয়কারী খন্দকার ফারুক, এনসিপি নেতা তপন, পৌর এনসিপি নেতা মহাসীন ভূঁইয়া, স্থানীয় নেতৃবৃন্দ এবং শতাধিক সাধারণ মানুষ।

ভূঁইয়া সানাউল্লাহ বাবু তার বক্তব্যে বলেন, “জুলাই শহীদদের রূহের মাগফিরাত কামনা করে আমরা এ মাহফিল আয়োজন করেছি। তাদের আত্মত্যাগ জাতির জন্য অনন্য উদাহরণ হয়ে থাকবে।”

এছাড়া মিলাদ শেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে জানানো হয়, জুলাই মাসজুড়ে তারা দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, স্মরণিকা প্রকাশ ও গণজমায়েতের আয়োজন করবে।

দাউদকান্দির এই অনুষ্ঠান শহীদদের স্মরণে জনসচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে মনে করেন স্থানীয়রা। উপস্থিত অনেকেই জানান, এর মাধ্যমে নতুন প্রজন্ম ইতিহাস জানতে ও শহীদদের অবদানকে সম্মান জানাতে উৎসাহিত হবে।

অন্যান্য স্থানীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম:

জাগো কুমিল্লা: “কুমিল্লায় জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে এনসিপির দোয়া ও মিলাদ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *