দাউদকান্দিতে (কার্যক্রম নিষিদ্ধ) ছাত্রলীগের ঝটিকা মিছিল মামলায় ৩৩ জন অভিযুক্ত

কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে ২১ জন নামীয় ও ১০-১২ জন অজ্ঞাতসহ মোট ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ, গ্রেফতার সাতজন আদালতে প্রেরণ।

মাসুম বিন ইদ্রিস, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হঠাৎ ঝটিকা মিছিলের ঘটনায় পুলিশ মোট ৩৩ জনকে আসামি করে মামলা করেছে। এদের মধ্যে ২১ জনের নাম উল্লেখ রয়েছে এবং আরও ১০-১২ জন অজ্ঞাতনামা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলায় উল্লেখিতদের মধ্যে আর্থিক সহায়তাকারীসহ সাতজনকে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন দাউদকান্দি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সোহেল মাহমুদ এবং নিষিদ্ধ ছাত্রলীগের পাঁচ কর্মী।

ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধীতপুর এলাকায়। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আকস্মিকভাবে ঝটিকা মিছিল বের করে। ওই মিছিল ফেসবুক লাইভে সম্প্রচারিত হওয়ার পর দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার পুলিশ জানায়, এসআই (নিঃ) তানভীর আহমেদ বাদী হয়ে মঙ্গলবার রাতে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর অধীনে মামলা দায়ের করেন। মামলায় মোট ৩৩ জনকে আসামি করা হয়েছে।

দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, “ছাত্রলীগের ওই মিছিলের ঘটনায় করা মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে এবং বুধবার দুপুরে কুমিল্লা জেলা হাজতে পাঠানো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *