
,কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ছাত্রলীগের হঠাৎ ঝটিকা মিছিলের জেরে উত্তেজনা ছড়ালে তার প্রতিবাদে উপজেলা শ্রমিক দল বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল আয়োজন করে।
মাসুম বিন ইদ্রিস কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গত ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে ধীতপুর এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে সংগঠনটি হঠাৎ মিছিল বের করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এর জবাবে ১৭ সেপ্টেম্বর বুধবার বিকেল চারটায় উপজেলা শ্রমিক দল নিজস্ব উদ্যোগে প্রতিবাদ মিছিলের আয়োজন করে। মিছিলটি গৌরীপুর বাসস্ট্যান্ড মোড় থেকে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট অতিক্রম করে ঢাকামুখী সড়ক হয়ে আবার চট্টগ্রামমুখী সড়ক ঘুরে গৌরীপুর বাজার রোডে গিয়ে শেষ হয়।
এ বিক্ষোভে উপজেলা শ্রমিক দলের সভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের পাশাপাশি উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আমির হোসেন, অর্থ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মনু মিয়া। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকরা সক্রিয়ভাবে অংশ নেন।
প্রতিবাদী এই কর্মসূচিতে স্থানীয় শ্রমিক নেতা ও কর্মীদের উপস্থিতি এলাকাজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।