দাউদকান্দিতে ছাত্রলীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে গৌরিপুর ইউনিয় জামায়াতের প্রতিবাদী

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ছাত্রলীগ-যুবলীগের আকস্মিক মিছিলের প্রতিক্রিয়ায় মঙ্গলবার বিকেলে জামায়াতে ইসলামী নেতাকর্মীরা গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে প্রেসক্লাব পর্যন্ত বিক্ষোভ মিছিল করে।

মাসুম বিন ইদ্রিস: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় ছাত্রলীগ ও যুবলীগের আকস্মিক ঝটিকা মিছিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই প্রতিবাদে গৌরীপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল আয়োজন করে।

গৌরীপুর বাসস্ট্যান্ড মোড়ের পেন্নাই মাদ্রাসার সামনে থেকে শুরু হওয়া এ মিছিল মহাসড়ক অতিক্রম করে দাউদকান্দি প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।

বিক্ষোভে দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মনিরুজ্জামান, সহ-সেক্রেটারি কাউসার আলম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি এডভোকেট মোখলেছুর রহমান, গৌরীপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবুল কালাম, কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল লতিফ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. কবির হোসেন এবং উপজেলা যুব বিভাগের সহ-সভাপতি ইসমাইল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির জিংলাতলী এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল করে। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি ও বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানায়। পরে পুলিশের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *