
কুমিল্লার দাউদকান্দির নোয়াগাঁও থেকে চকমখোলা পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন হলো শুক্রবার সকাল আটটায় স্থানীয় সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুলের উপস্থিতিতে।
মাসুম বিন ইদ্রিস: কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর ও বিটেশ্বর ইউনিয়নের মধ্যবর্তী নোয়াগাঁও-চকমখোলা সড়কের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। এ কাজের উদ্যোগ নেয় স্থানীয় জামায়াতে ইসলামী শাখা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল আটটায় বরগোয়ালী জামায়াতে ইসলামী কার্যালয়ের সামনে থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মনিরুজ্জামান বাহলুল।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটিতে অসংখ্য গর্ত ও খানাখন্দ থাকায় যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বর্ষাকালে পানি জমে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ত। কৃষকরা উৎপাদিত ফসল বাজারে নিতে সমস্যায় পড়তেন, শিক্ষার্থীদের স্কুলে যেতে হতো দুর্ভোগের ভেতর দিয়ে, আর রোগীদের হাসপাতালে নিতে হতো নানা জটিলতার সম্মুখীন হয়ে। এসব সমস্যা নিরসন ও এলাকাবাসীর দাবি পূরণে অবশেষে সড়ক সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর সুরা সদস্য মাওলানা আবুল বাশার, উত্তর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক জনসাধারণ।