দাউদকান্দিতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সমাবেশে তরুণদের দায়িত্বের আহ্বান

কুমিল্লার দাউদকান্দির বারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে জামায়াতে ইসলামী যুব বিভাগের আয়োজনে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যুব সমাবেশে বক্তারা ঐক্য, নৈতিকতা ও ভোটাধিকার পুনরুদ্ধারের কথা বলেন।

মাসুম বিন ইদ্রিস কুমিল্লা উত্তর প্রতিনিধি:

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৯টায় শুরু হওয়া এই সমাবেশ শেষ হয় বেলা ১১টা ৩০ মিনিটে।

সভায় সভাপতিত্ব করেন দাউদকান্দি উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সেক্রেটারি হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহলুল।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সুরা ও কর্ম পরিষদ সদস্য মাওলানা আবুল বাসার, কুমিল্লা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার মিজানুর রহমান আরিফ, উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সহ-সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ মোখলেছুর রহমান, জামায়াত মনোনীত তিতাস উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ এবং দাউদকান্দি পৌর জামায়াতের সেক্রেটারি শাহজাহান তালুকদার।

উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মোহাম্মদ কাউসার আলম সমাবেশ পরিচালনা করেন। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু তরুণদের বিপথগামী করতে মাদক, বেকারত্ব ও সাংস্কৃতিক আগ্রাসনের নানা ফাঁদ পাতা হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ইসলামি জীবনব্যবস্থার আলোকে যুবকদের ঐক্যবদ্ধ হতে হবে।

প্রধান অতিথি মনিরুজ্জামান বাহলুল তার বক্তব্যে উল্লেখ করেন—“যুব সমাজ জাতির ভবিষ্যৎ। তাই তরুণদের সঠিক আদর্শে গড়ে তোলা অপরিহার্য।”

অন্যান্য বক্তারা আরও বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে যুবকদের অগ্রণী ভূমিকা নিতে হবে। তারা জোর দিয়ে জানান, পিআর ভিত্তিক নির্বাচন ব্যবস্থা চালু করা, জুলাই সনদ বাস্তবায়ন এবং শেখ হাসিনার বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সমাবেশে বারপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামী যুব বিভাগের নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সভাপতি পদে নির্বাচিত হন শাকিল খান, সেক্রেটারি পদে নুর আলম এবং সাংগঠনিক সম্পাদক পদে ইমন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *